মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

নিজরে হারায়ে খুঁজি...

কিছু মানুষ থাকে যারা হয়ত জীবনে কিছু পাওয়ার চেয়ে হারায় অনেক বেশী

আমি হয়ত তাদরেই একজন,
হয়ত হারানোর বদেনায় মেহেদী পাতার মত রত্তাক্ত, ক্ষতবক্ষিত আমার এ হৃদয়,
হয়ত কিছু না পাওয়াটাই আমার নিয়তি
হয়ত র্ব্যথতার গ্লানি আমাকে র্মমর্স্পশী করে.
তারপরও ...............এই আমি নিরাশাবাদী নই, দু:খবিলাশী নই,
কিন্তু দু:খকে ভালবাসি।
সকল ব্যর্থতা ভুলে গিয়ে নতুন করে সপ্ন দেখি,
একদনি সকল র্ব্যথতার গ্লানি চরম সাফল্যে প্লাবতি হব,




আমি সপ্ন দেখে যায়........................
আমি এক সপ্নচারী..........................
সপ্ন দখেতে ভালবাসি.......................সপ্ন দেখে যাই।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন