বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

কম্পিউটার LAN সমস্যা ও সমাধান









মাঝে মাঝে  কিছু সিম্পল সমস্যা যদি ধরা না যায় তাহলে সলুশন করা কঠিন হয়ে পড়ে। 

ধরা যাক, একটা পিসিতে কানেকশান নেই। তখন চেক করে দেখা গেল...


উপসর্গঃ

১।  ipconfig দিলে দেখা যাবে তার এসাইনকৃত আইপি শো না করে উইন্ডোজ থেকে অটো আইপি দেখাবে। যেমন 169.xx.xx.xx. 

২। gateway কে ping  করে পাওয়া যাবে।


সমস্যাঃ 
নেট কানেকশান থাকবেনা। ক্যাবল কানেক্টেড দেখাবে। গেটওয়েকে পিং করে পাওয়া যাবে কিন্তু গুগলকে পিং করে পাওয়া যাবেনা। মনে হতে পারে ক্যাবলের কারণে এমন হতে পারে, কিন্তু ক্যাবলের এলইডি জ্বলতে দেখা যাবে, যার মানে সে সুইজ থেকে কানেক্টড আছে। নিশ্চিত হতে গেটওয়ে পিং করে দেখা যেতে পারে। 

সমস্যাটা হয় আইপি কনফ্লিক্টের কারণে। অনেক উইন্ডোজ মেশিন তা এরর মেসেজ শো করে না। এজন্য আসলে কি সমস্যা তা বুঝে উঠা কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় আমরা ক্যাবল চেঞ্জ করে দিয়ে থাকি, কিন্তু দিলেও সমস্যাটা সেইম থাকবে।


সমাধানঃ
সমস্যা নিরুপন করা গেলে সমাধান খুব ইজি। আইপি চেঞ্জ করে দিলেই সমস্যা সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেই নেটওয়ার্কের সেইম আইপি যেন অন্য কোথাও এসাইন করা না থাকে।


















0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন